রুমভাড়া.কম এ একাউন্ট খুলতে চাইলে আপনি মোবাইল অথবা কম্পিউটার অথবা যেকোনো একটি স্মার্ট ডিভাইসের ব্রাউজার ওপেন করুন । ব্রাউজারের Address bar এ roomvara.com লিখুন । পরে রুমভাড়া.কম এর ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখান থেকে register বাটনে ক্লিক করুন। দেখবেন একটি একাউন্ট খুলার ফর্ম আসবে । আপনি ফর্মটি আপনার নাম, আপনার ফোন নাম্বার , যদি আপনার ই-মেইল থাকে তাহলে ই-মেইল (না থাকলে দিতে হবে না) এবং পাসওয়্যার্ড় দিন । অবশ্যই কনফার্ম পাসওয়্যার্ড় এবং পাসওয়্যার্ড় একই হতে হবে। সর্বশেষ একাউন্ট খুলুন বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টটি এইবার খুলা হইয়া যাবে। পরে আপনি আপনার একাউন্ট পেইজটি দেখতে পাবেন। আপনার একাউন্ট পেইজে আপনার নাম, মোবাইল নাম্বার এবং বিজ্ঞাপন দেওয়ারও পেইজ পাবেন। সেখান থেকে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। বিজ্ঞাপন ডিলিট এবং ইড়িট করতে পারবেন। আশা করি কোনো মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কাউকে হয়রানি করবেন না। সবশেষে আপনি লগ-আঊট দিয়ে বের হইয়া আসবেন।
রুম ভাড়া . কম (roomvara.com) এ বিজ্ঞাপন দিতে আপনার যেসব তথ্য লাগবে তা হলঃ মোবাইল নাম্বার, ই-মেইল এবং আপনার বাসার ঠিকানা । যা বাসার টুলেটে থাকে বা দেখা যাই । তবুও যেহেতু রুম ভাড়া.কম সারা বাংলাদেশ/বিশ্ব ব্যাপি একটি ওয়েবসাইট তাই আপনার দেওয়া সম্পূর্ণ তথ্য সারা বাংলাদেশ/বিশ্ব দেখতে পারবে। এতে করে যদি আপনার দেওয়া তথ্যের মাধ্যমে কোনো ধরনের সমাজবিরুধী কাজ এবং কোনো অপরাধমূলক কাজ সংগটিত হয় তাহলে রুম ভাড়া . কম (roomvara.com) কোনোভাবে দায়ী থাকবে না। এটি একটি উন্মুক্ত সাইট। যেখানে সকল তথ্য উন্মুক্ত থাকবে।